রাজকুমার ঘোষ -
মাগো,
আজ আমার বড়ই কান্না পাচ্ছে । স্কুল থেকে ফিরে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে । স্কুলে আজ এক ছাত্র তার সহপাঠির ব্যাগ থেকে দামি পেন চুরি করেছে, ধরা পড়েও সে অস্বীকার করেছে। তার জন্য আমি ওকে খুব মেরেছি । ওর বাবা-মাকেও নালিশ করছি। না-জানি ওর ভাগ্যে আর কত মার আছে ! মা, আমার মনটা ভীষণ খারাপ।
মা...তোমার মনে আছে, স্কুলে আমার বন্ধু প্রকাশ আমার ব্যাগ থেকে একটি পেন চুরি করেছিল, ওকে আমি ধরে খুব মেরেছিলাম, কিন্তু এর জন্যে তুমি আমাকে খুব বকা-ঝকা করেছিলে এবং মেরেওছিলে। আমি কেঁদেছিলাম, পরে তুমি এসে আদর করে বলেছিলে, ‘কারোর গায়ে হাত দেওয়ার অধিকার ভগবান তোমাকে দেয়নি... যে অপরাধী সে ঠিক তার শাস্তি পাবেই’। কিন্তু আজ আমি কি করলাম... তুমি এসো মা, আমার কানটি মুলে দিয়ে যাও, আর আমার অপরাধী মনটাকে একটু শাস্তি ও শান্তি দিয়ে যাও...... ।
মা তোমাকে বলা হয়নি, আজ আমার বার বার ফিরে যেতে ইচ্ছে করছে তোমার শাসনের ঘেরাটোপে । স্কুলে শিক্ষকতা করতে করতে মনে হচ্ছে কি যেন বাকি থেকে গেছে । কি যেন পাচ্ছি না আমি । তুমি আমাকে আর একটু বকে দাও, আমি কাঁদবো, তুমি তোমার আঁচলের মধ্যে আমাকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দেবে, আদর করবে । জীবনের এইবেলায় এসে কেন এমন মনে হচ্ছে মা ? তুমি কি বলতে পারবে ......
প্রকাশিত - কবিতা ক্লাব
আজ আমার বড়ই কান্না পাচ্ছে । স্কুল থেকে ফিরে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে । স্কুলে আজ এক ছাত্র তার সহপাঠির ব্যাগ থেকে দামি পেন চুরি করেছে, ধরা পড়েও সে অস্বীকার করেছে। তার জন্য আমি ওকে খুব মেরেছি । ওর বাবা-মাকেও নালিশ করছি। না-জানি ওর ভাগ্যে আর কত মার আছে ! মা, আমার মনটা ভীষণ খারাপ।
মা...তোমার মনে আছে, স্কুলে আমার বন্ধু প্রকাশ আমার ব্যাগ থেকে একটি পেন চুরি করেছিল, ওকে আমি ধরে খুব মেরেছিলাম, কিন্তু এর জন্যে তুমি আমাকে খুব বকা-ঝকা করেছিলে এবং মেরেওছিলে। আমি কেঁদেছিলাম, পরে তুমি এসে আদর করে বলেছিলে, ‘কারোর গায়ে হাত দেওয়ার অধিকার ভগবান তোমাকে দেয়নি... যে অপরাধী সে ঠিক তার শাস্তি পাবেই’। কিন্তু আজ আমি কি করলাম... তুমি এসো মা, আমার কানটি মুলে দিয়ে যাও, আর আমার অপরাধী মনটাকে একটু শাস্তি ও শান্তি দিয়ে যাও...... ।
মা তোমাকে বলা হয়নি, আজ আমার বার বার ফিরে যেতে ইচ্ছে করছে তোমার শাসনের ঘেরাটোপে । স্কুলে শিক্ষকতা করতে করতে মনে হচ্ছে কি যেন বাকি থেকে গেছে । কি যেন পাচ্ছি না আমি । তুমি আমাকে আর একটু বকে দাও, আমি কাঁদবো, তুমি তোমার আঁচলের মধ্যে আমাকে টেনে নিয়ে চোখের জল মুছিয়ে দেবে, আদর করবে । জীবনের এইবেলায় এসে কেন এমন মনে হচ্ছে মা ? তুমি কি বলতে পারবে ......
প্রকাশিত - কবিতা ক্লাব
মন ছুঁয়ে গেল, দারুণ লেখা
ReplyDeleteআমার অনেক ধন্যবাদ জানাই তোমাকে।
Delete