Monday, August 27, 2018

কবিতা - কিছু না বলা কথা


রাজকুমার ঘোষ -

কিছু না বলা কথা …… যদি বলা যেতো… !
হয়তো, তোমার খুব আপন হতাম …
হয়তো বা…হতো ছন্দপতন ।
কিছু না বলা কথা,
মনের গভীরের গোপন কথা …… যদি বলে উঠতে পারতাম …!
হয়তো, ভীষণভাবে নিজেকে মুক্ত পেতাম …
হয়তো বা… রহস্যের উন্মোচন ভেবে, মজার পাত্র হতাম ।
কিছু না বলা কথা,
অপ্রিয় সত্য কথা …… যদি বলতে পারতাম … !
হয়তো, নিজেকে সুখী ভাবতে পারতাম …
হয়তো বা … সকলের চক্ষুশূল হয়ে যেতাম ।
কিছু না বলা কথা,
মূল্যবোধের কথা …… যদি বলেই দিতাম … !
হয়তো, মাথা উঁচু করে সকলের পাশে থাকতাম …
হয়তো বা… সমাজের জটীল আবর্তে একা হয়ে যেতাম ।


আমাদের লেখা, আত্মপ্রকাশ সংখ্যায় (১৫ই এপ্রিল, ২০১৪)

No comments:

Post a Comment