Friday, August 31, 2018

ছড়া - সেয়ানা কাক


রাজকুমার ঘোষ - 

ভব পালের আম গাছেতে ছিল কাকের বাসা...
সেই গাছের আমের প্রতি পাড়ার সবার আশা।
বাচ্চা থেকে বড় সবাই ছুড়ত গাছে ঢিল,
ভবর পাল্লায় পড়লে তখন, পড়ত পিঠে কিল
আম নিয়েই ঝামেলা যত গাছটি দিল কেটে
বাসা খুইয়ে কাক বেচারা টগবগিয়ে ফোটে।
লক্ষ্য তার ভব টাক, তক্কে তক্কে থাকে,
সুযোগ পেলেই বুঝিয়ে দেবে সেয়ানা বলে কাকে...
নিজের ছেলের জন্মদিনে ভব গেছে হাটে
বাজার থেকে ফেরার পথে কাকের লাথি জোটে
রেগে গিয়ে ভব তখন, ‘ওরে হতচ্ছারা ! ’
প্রতিশোধের আনন্দেতে কাকের মাতোয়ারা

প্রকাশিত - আমাদের লেখা শীতকালীন সংখ্যা, ২০১৬ 

No comments:

Post a Comment