Sunday, August 19, 2018

ছোটদের ছড়া - বিট্টুসোনার বীরত্ব


রাজকুমার ঘোষ-

'বিট্টুসোনা ঘুমিয়ে পড়ো, রাত জেগোনা আর’
নাকের ডাকে মাতিয়ে দিয়ে মা’র পগারপাড়
ঘুম আসেনা বিট্টুবাবুর পেটের ব্যাথায় কাবু
'এগরোল আর ফিস কাটলেট খাসনি বেশি বাবু'
মা’র কথা শুনতো যদি হতোনা এমন দশা
এরই সাথে জ্বালায় যত হতচ্ছাড়া মশা
হঠাৎ করে পেটের মাঝে হচ্ছে গুড়গুড়
অন্ধকারে টয়লেট যে সত্যি বহুদূর!
কিযে করে বিট্টুবাবু পেটে বোলায় হাত
খাট থেকে পড়ে হঠাৎ মেঝেয় কুপোকাত
বাথরুমেতে বিট্টুবাবু ছোটে পড়ি-মড়ি
রান্নাঘরের সামনে থাকে বড় দেওয়াল ঘড়ি
মনে হল তারই নিচে বিরাট ছায়ার মুখ
টিভির সেই দৈত্য বটে! বাড়িয়ে দিল দুখ
ভয়ে কাতর বিট্টুবাবু পারলো না আর সইতে
পটি গড়ায় পা বেয়ে আর ঘামে ভেজে পইতে
ঐ অবস্থায় চুপিচুপি গেল সোফার তলায়
আড়ালেতে লক্ষ্য রাখে দৈত্য যায় কোথায়
হঠাৎই এক বিকট গলা- ‘বাঁচাও গো কেউ আমায়
লেপ্টে গেল এ কি আমার লুঙ্গি এবং জামায়
তারপরেই ঝনঝনিয়ে পড়ল কত বাসন
বিট্টুবাবু ভয়ে তখন নিল সোফার আসন
আওয়াজ শুনে বাপি-মা’র ঘুমের দফা-রফা
ছুটে এসে লাইট জ্বেলেই নজরে আসে সোফা
বিট্টুসোনা সেইখানেতেই ভয়ে জড়োসড়ো
মাকে দেখে কেঁদে বলে, ‘আমায় তুমি ধরো’
মেঝের মাঝে পড়ে আছে ষণ্ডামার্কা কেউ
‘পটির সাথে লেপ্টে থেকে কাঁদছে ভেউ ভেউ
বিট্টুর বাপি অবাক হল এত্ত কান্ড দেখে
দারোগাকে ফোন করে জলদি নিল ডেকে
ওসি বাবু সদলবলে আসেন অবশেষে
মূর্তিমানকে দেখে বলে, ‘এযে চোর বিশে!
‘বারেবারে পুলিশকে দিতিস চোখে ধুলো
পটিতে আজ লেপ্টে গেছিস ওরে ব্যাটা হুলো’
অট্টহাস্যে ওসির আদেশ, ‘পড়াও হাতকড়ি...
বিশে এবার চালান হবে বলো, বলহরি’
আনন্দেতে ওসি এবার ধরে বিট্টুর হাত
‘বিট্টুসোনা তুমিই হিরো, করলে তুমি মাত’
 
প্রকাশিত - আমাদের লেখা'র শিশুতোষ সংখ্যা, ২০১৭ 

2 comments:

  1. দারুণ! এই ধরণের ছড়া এখন দেখতেই পাইনা।

    ReplyDelete