রাজকুমার ঘোষ -
সেন্টু গত দুদিন ধরে জ্যেঠতুতো দাদা বিট্টু ও পাড়ার জনাকয়েক বন্ধু মিলে রথ সাজিয়েছিল। আজ রথযাত্রার দিনে সকাল থেকে তুমুল বৃষ্টি বারোটা বাজিয়ে দিল। তার ওপর ওর দাদা বিট্টুরও সকাল থেকে দেখা নেই। ওর বন্ধু মারফত খবর বিট্টুর নাকি ভীষণ জ্বর।পাশাপাশি ঘর অথচ খবর নিতে পারে না। গত দু’বছর ধরে ওদের বাবা-জ্যাঠার লাঠি-ঝ্যাটা সম্পর্ক। একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে যেন দুই পরিবারের মধ্যে।বৃষ্টিতে গ্রামের রাস্তা কাদায় ভরে গেছে। রথ চালাবে কি ভাবে ?
সেন্টুর ভাবার সময় নেই, ও সাজানো রথ নিয়ে সোজা চলে এল বিট্টুদাদার বাড়ি... “বিট্টু দাদা, কোথায় তুমি ? আজ আমাদের বাড়ির বারান্দায় আমরা রথ চালাব”। ওর সাহস দেখে জ্যেঠু বড় বড় চোখ করে কাছে এল, বুকে জড়িয়ে ধরে, “চরম শিক্ষে দিয়েছিস ব্যাটা”, এবার তার ভাইকে হেড়েগলায় , “কমল, দেখ তোর ব্যাটা আমাদের মেলানোর জন্য সুন্দর রথের অনুষ্ঠান করেছে, আজ সকলে জিলিপি-পাঁপড় খাব আর আনন্দ করব”... এদিকে সেন্টু ও বিট্টু দুজনেই জগন্নাথ-সুভদ্রা-বলরামের উদ্দেশ্যে প্রণাম জানাল।
No comments:
Post a Comment