রাজকুমার ঘোষ -
একটা নয় দুটো নয়
বলবো কিছু কথা,
লোকটি শুধু বকতে থাকে
নেইকো নিরবতা।
ভাবছি আমি বলি কী
অনেক আছে বলার
লোকটি কেন মিথ্যে বলে ?
জোর দিয়ে গলার ।
সত্যি কথা বলেই ফেলি
নেইকো আমার ভয়
বাবা আমায় যতই বকুক
লোকটি ভালো নয় ।
আসল কথা শোনো তবে
লোকটি ভীষণ পাজি
ঝগড়া করতে বললে সে
এক কথাতেই রাজি ।
প্রকাশিত - ছোটর দাবি পত্রিকা, শারদীয়া সংখ্যা, ২০১৫
বাহ! বাবা শুনলে খুব রাগ করবে।
ReplyDeleteআমার অনেক ভালোবাসা দাদা...
Delete