রাজকুমার ঘোষ -
মা-বাবা শুধুই চায়,
বই-খাতা-পেন হাতে...
যতই তোমরা বকো,
খেলব ভীমের সাথে ।
আমার বন্ধু, ‘ছোটা ভীম’,
সব ব্যাপারেই সেরা...
লাড্ডু খেলেই কোত্থেকে,
শরীরে শক্তি ভরা !
আমিও তাই শক্তি পাব...
কোথায় দূর্যোধন ?
গদা ছাড়াও তির নিয়ে,
অর্জুনকে স্মরণ...
মা-বাবাকে কত্ত বলি...
তির, গদা দাও কিনে,
ভীমার্জুন পাশে আছে...
শয়তান... নেবো চিনে ।
আমি এবং ছোটা ভীম,
যখন হব সাথে ।
সাবধান, সব দুষ্টুরা...
ধোলাই হাতে-নাতে !
আমাদের লেখা শীত সংখ্যা ২০১৫ ছোটদের পত্রিকা
No comments:
Post a Comment