রাজকুমার ঘোষ -
দিন যায় রাত যায়
ক্ষণিকের মুহূর্তেও তোমার দেখা মেলে না
কেন এমন হয়?
তবে কি অবচেতন মনে তোমাকেই কামনা করি
শুধুই কি তাই
কেন একটু কথা বলে আমরা পরিপূরক হতে পারিনা?
চাওয়া পাওয়ার গন্ডির মধ্যেই কি সম্পর্ক! !
মনের মধ্যে কতশত জমাট হয়ে থাকা একে অপরের অনুভব গুলোর বিনিময়ে,
আমরা কি এক হতে পারিনা?
চলো না হাতে হাত রেখে বেরিয়ে পড়ি এ বিশ্বসংসারে__
যেখানে কোনো স্বার্থের সম্পর্ক থাকবে না
যেখানে কোনো নামের সম্পর্ক থাকবে না ।
কেবল থাকবে বন্ধুত্বের সুক্ষ অনুভূতি _
প্রকাশিত - ত্রিধারা পত্রিকা, ফেব্রুয়ারী, ২০১৮
ক্ষণিকের মুহূর্তেও তোমার দেখা মেলে না
কেন এমন হয়?
তবে কি অবচেতন মনে তোমাকেই কামনা করি
শুধুই কি তাই
কেন একটু কথা বলে আমরা পরিপূরক হতে পারিনা?
চাওয়া পাওয়ার গন্ডির মধ্যেই কি সম্পর্ক! !
মনের মধ্যে কতশত জমাট হয়ে থাকা একে অপরের অনুভব গুলোর বিনিময়ে,
আমরা কি এক হতে পারিনা?
চলো না হাতে হাত রেখে বেরিয়ে পড়ি এ বিশ্বসংসারে__
যেখানে কোনো স্বার্থের সম্পর্ক থাকবে না
যেখানে কোনো নামের সম্পর্ক থাকবে না ।
কেবল থাকবে বন্ধুত্বের সুক্ষ অনুভূতি _
প্রকাশিত - ত্রিধারা পত্রিকা, ফেব্রুয়ারী, ২০১৮
No comments:
Post a Comment