রাজকুমার ঘোষ -
সীমাহিন চাহিদা আমাদের নিয়ে যাচ্ছে
অসীম আজানার পথে…
শুধুই এগিয়ে চলেছে, থামবার লক্ষণ নেই ।
ওই দূরে, আলোর রোশনি,
সেটাকেই ঠিকানা মনে করে এগিয়ে যাচ্ছে…
পেছনে থাকা আমাদের অস্তিত্ত্ব ঘোর সংকটে ।
দায় এড়িয়ে তবু আমরা ছুটে চলেছি ওই আলোর দিকে ।
না পাওয়া নতুন কোন অস্তিত্ত্ব খুঁজে নিতে…
আমাদের বিবেক আজ আর প্রশ্ন করে না…
সে যে অন্ধকারে এক টুকরো আলো নিয়েই স্বপ্ন দেখে ।
ভেবে নিয়েছে এই চোরা রুক্ষ দুনিয়ায় তার দাম শূন্য,
দংশনেও তা বাড়ার নয় ।
প্রকাশিত - সবুজ কথা, হাওড়া... বিশেষ সংখ্যা, ২০১৪
অসীম আজানার পথে…
শুধুই এগিয়ে চলেছে, থামবার লক্ষণ নেই ।
ওই দূরে, আলোর রোশনি,
সেটাকেই ঠিকানা মনে করে এগিয়ে যাচ্ছে…
পেছনে থাকা আমাদের অস্তিত্ত্ব ঘোর সংকটে ।
দায় এড়িয়ে তবু আমরা ছুটে চলেছি ওই আলোর দিকে ।
না পাওয়া নতুন কোন অস্তিত্ত্ব খুঁজে নিতে…
আমাদের বিবেক আজ আর প্রশ্ন করে না…
সে যে অন্ধকারে এক টুকরো আলো নিয়েই স্বপ্ন দেখে ।
ভেবে নিয়েছে এই চোরা রুক্ষ দুনিয়ায় তার দাম শূন্য,
দংশনেও তা বাড়ার নয় ।
প্রকাশিত - সবুজ কথা, হাওড়া... বিশেষ সংখ্যা, ২০১৪
No comments:
Post a Comment