Tuesday, August 14, 2018

ছড়া - শুভ নববর্ষে

রাজকুমার ঘোষ -

ভাবনার পাখা মেলে
উড়বে আকাশ জুড়ে
মন তুমি কাছে থেকো,
যেও না অনেক দূরে।

পুরনো দুঃখ যত
ভুলে যেতে নাই পারো
নতুন দিশার আলো
দূরে সরে যাবে আরও।

ব্যথা ও বেদনা ভুলে
থাকো সদা হর্ষে
আশার কিরণে ভাসো
শুভ নববর্ষে।


প্রকাশিত - "তথ্যকেন্দ্র", এপ্রিল, ২০১৭ 

No comments:

Post a Comment