রাজকুমার ঘোষ -
ঘরের বাইরে আকাশ যে আজ কালো মেঘে ঢাকা
মনের মাঝে ভাবনাগুলো চলছে আঁকা-বাঁকা
অনন্ত সুখের প্রাপ্তি নিয়ে হচ্ছে কত ভুল!
জীবন গড়ার বানীগুলো বড়ই চক্ষুশূল...
চাওয়া-পাওয়ার হিসাব কষে করবো শুধু লড়াই
ভাঙা-গড়ার মরণ খেলায় করছি কত বড়াই...!
সুখের খোঁজে দিচ্ছি বলি অসহায়দের রক্ত
নতমস্তকে গ্রহন করি অসৎ সঙ্গের ভক্ত।
বেনিয়মের ধ্বজা নিয়ে খুঁজে চলেছি সুখ?
নিয়মমাফিক ভাবনা থেকে সরিয়ে রাখি মুখ
অন্ধকারের মানুষকে বানাই মোদের রাজা
তাদের চরণ না ধরলে কপালগুনে সাজা...
প্রকাশিত - 'রেওয়া' পত্রিকার বইমেলা সংখ্যা,২০১৭
মনের মাঝে ভাবনাগুলো চলছে আঁকা-বাঁকা
অনন্ত সুখের প্রাপ্তি নিয়ে হচ্ছে কত ভুল!
জীবন গড়ার বানীগুলো বড়ই চক্ষুশূল...
চাওয়া-পাওয়ার হিসাব কষে করবো শুধু লড়াই
ভাঙা-গড়ার মরণ খেলায় করছি কত বড়াই...!
সুখের খোঁজে দিচ্ছি বলি অসহায়দের রক্ত
নতমস্তকে গ্রহন করি অসৎ সঙ্গের ভক্ত।
বেনিয়মের ধ্বজা নিয়ে খুঁজে চলেছি সুখ?
নিয়মমাফিক ভাবনা থেকে সরিয়ে রাখি মুখ
অন্ধকারের মানুষকে বানাই মোদের রাজা
তাদের চরণ না ধরলে কপালগুনে সাজা...
প্রকাশিত - 'রেওয়া' পত্রিকার বইমেলা সংখ্যা,২০১৭
No comments:
Post a Comment