Saturday, August 25, 2018

দুই 'দূরত্ব' - কবিতা এবং অণুগল্প

রাজকুমার ঘোষ - 


কবিতা - দূরত্ব 


বন্ধু তুই, কেমন আছিস
আমায় ছেড়ে?
আমি আছি তোর থেকে
অনেক ক্রোশ দূরে...
কত দূর? কয়েক’শ মাইল,
হবে অবশ্যই
চোখ বুঝে ভাবি আমি,
বন্ধু গেল কই?
মন মাতিয়ে হাজির হয়ে
বললো মিষ্টি হেসে
ওরে পাগল দূরত্বটা কি?
মাপবি মাইল ধরে
থাক না তুই কাজের তরে
ভিন্ন কোনো দেশে
যেমন ছিলাম, তেমনই আছি
তোর হৃদয় জুড়ে ।


--------------------------------------------------------------


অণুগল্প – দূরত্ব

ফেসবুকে লগ ইন করেই চমকে গেল রাজ। পিঙ্কি চৌধুরী নামে একটি মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রীতিমতো সুন্দরী। অন্তত মেয়েটির প্রোফাইল ছবি এবং এলবামের অন্যান্য ছবি তো তেমনটাই বলছে। যার বন্ধুর সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে, এমন ফাটাফাটি দেখতে ! সেই মেয়ে কিনা নিজে থেকে বন্ধু হতে চাইছে দারুন খুশী হয়ে রাজ ঝটপট এক্সেপ্ট করে নিল রিকোয়েস্ট। আর প্রায় সাথে সাথেই ভেসে এল ইনবক্স বার্তা - ‘হাই উত্তর করল রাজও তারপর ওদের আরহাইতে থেমে থাকল না কথায় কথায় রাজ জানতে পারল, পিঙ্কি চন্দননগরে থাকে সে ভুগোলে অনার্স পড়ছে
প্রায় রোজই কথা হয়, রাজের সাথে পিঙ্কির ইনবক্সে। ধীরে ধীরে দুর্বল হতে থাকে রাজ, পিঙ্কির প্রতি এক অমোঘ আকর্ষণে। এতটাই অনুরক্ত হয়ে পড়ে রাজ, যে একদিন পিঙ্কিকে অনলাইন না পেলে ভেতরে ভেতরে প্রবল অস্থিরতা অনুভব করে। হয়তো পিঙ্কিও অনুভব করে এমন কিছুই, নইলে অসুস্থতার কারণে রাজ প্রায় সপ্তাহ খানেক ফেসবুকে আসতে পারেনি বলে অভিমানে কথা বন্ধ করে দিত না নিশ্চয়ই সেবার বহু কাকুতিমিনতি করে পিঙ্কিকে মানিয়ে নিলেও তাকে মনের কথাটা কিছুতেই আর বলে উঠতে পারে না রাজ। বলতে পারে না যে সে পিঙ্কিকে ভালোবাসে অনেক ভেবে সে স্থির করে সে দেখা করবে পিঙ্কির সাথে। পিঙ্কিও রাজি হয়
সেইদিনটা ছিল দুর্গাপূজার মহাষ্টমী। বেলুড় মঠের সামনের গেটে রাজের জন্য অপেক্ষা করবে পিঙ্কি, এমনটাই ঠিক হয়। রিংটোনে বাজবে অতিপরিচিত হিন্দী ছবির গান। সেই শুনে রাজ চিনে নেবে তার প্রিয়তমাকে। বন্ধু শুভকে সঙ্গে নিয়ে যথাসময়ে মঠের গেটের সামনে হাজির হয় রাজ। মোবাইল ধরিয়ে দেয় শুভর হাতে, নিজে একটু দূরে দাঁড়ায়। রিং হতে থাকে। সেই শব্দ অনুসরণ করে অবাক হয়ে যায়। কে। মেয়ে তো তার চেনা পিঙ্কি নয়। চুড়ান্ত হতাশ হয় রাজ ওদিকে কথা বলতে বলতে মেয়েটির কাছে যায় শুভ, তারপর ওরা বেলুড় গেট পেরিয়ে মঠের দিকে চলে যায় রাতে ইনবক্সে লেখেখুব আঘাত দিলে উত্তর আসে না। একদিন কাটে, অবশেষে উত্তর আসে দশমীর দিন ... ‘একই কথা আমিও বলতে পারি, এই আঘাত পাওয়াটা দরকার ছিল অবাক হয় রাজ, সেইসাথে আবিস্কার করে ফ্রেন্ডলিস্ট থেকে পিঙ্কী চৌধুরী নামটাও মুছে গেছে রাজ উপলব্ধি করে, দুরকে দুরেই মানায় ভালো। অচেনা ভালোবাসাকে কাছে পেতে গেলে কষ্ট বাড়েই শুধু। এই ভালোবাসা যত দূরে থাকে, ততই মঙ্গল

রেওয়া, উৎসব সংখ্যা, অক্টোবর, ২০১৬

No comments:

Post a Comment