রাজকুমার ঘোষ-
কঠিন জিনিস সহজ করে পাইনা বলেই লড়াই
পাওয়া জিনিস নিজের ভেবে করছি কত বড়াই ।
পরের খারাপ ফলাও করে বলাই কত সুখ !
নিজের বেলায় তড়িঘড়ি আড়াল করি মুখ ।
সুখ দুঃখ সাথে নিয়েই জীবন-সংগ্রাম
এই সত্য মানতে গিয়ে ফেলি মাথার ঘাম ।
জটিল ভেবে কতকিছুই সরিয়ে রাখি দূরে
হাজার মোহে অন্ধ হয়ে মন যেতে চায় উড়ে ।
বাঁকাপথে চলতে গিয়ে ভাবি কতই মজা
নিরাশ হয়ে সেই পথেতে ভুগতে থাকি সাজা...
এতই যখন বুঝি সবাই, পালটে ফেলি পথ-
নতুন দিশায় জীবন হোক, সবাই করি শপথ ।
প্রকাশিত - এবং পঞ্চক, পশ্চিম মেদিনীপুর, কবিপক্ষ, ১৪২৩
No comments:
Post a Comment