রাজকুমার ঘোষ -
শপথ
রাতের আকাশে তারাদের মাঝে মিষ্টি সেই হাসি
মন ভোলানো চাঁদের আলোয় বসেছি পাশাপাশি ।
না বলা কথা কন্ঠ ছেড়ে বেরোয় আপন ছন্দে
হাতে হাত রেখে শপথ করেছি থাকব ভালো-মন্দে ।
শপথ
রাতের আকাশে তারাদের মাঝে মিষ্টি সেই হাসি
মন ভোলানো চাঁদের আলোয় বসেছি পাশাপাশি ।
না বলা কথা কন্ঠ ছেড়ে বেরোয় আপন ছন্দে
হাতে হাত রেখে শপথ করেছি থাকব ভালো-মন্দে ।
শহর থেকে দূরে
সীমানা ছাড়িয়ে দুহাত বাড়িয়ে ছুটেছি আপন মনে
সবুজে ঘেরা গ্রাম্য জগৎ প্রকৃতির এক কোনে
স্নিগ্ধ রূপের পরশে নির্মলতার ছোঁয়া
এমন মোহভঙ্গ করে শহরের কালো ধোঁয়া ।
প্রকাশিত - সবুজ কথা, হাওড়া, ২০১৭
সীমানা ছাড়িয়ে দুহাত বাড়িয়ে ছুটেছি আপন মনে
সবুজে ঘেরা গ্রাম্য জগৎ প্রকৃতির এক কোনে
স্নিগ্ধ রূপের পরশে নির্মলতার ছোঁয়া
এমন মোহভঙ্গ করে শহরের কালো ধোঁয়া ।
প্রকাশিত - সবুজ কথা, হাওড়া, ২০১৭
No comments:
Post a Comment