Wednesday, August 29, 2018

অণুগল্প - মানসকন্যা




রাজকুমার ঘোষ -



()
শুনছো, কিগো শুনছো, উঠে পড়, সকাল হয়ে গেছে”...... রোজকারের এই ডাক আজ কেমন যেনো ঘুমের রাজ্যে অন্যরকম লাগলো, একি গুড়িয়া ? তুমি ডাকছো গুড়িয়া ? তুমি এসেছো গো ?..... ঘুমটা আমার ভেঙে গেলো... আরে এতো বৌদি, সেই তো ডাকলো, নিজের অজান্তেই জিভ্টা বের করে সবার অলক্ষ্যে নিজেকে উপহাস করলাম... ইসস্‌ ... তুই একটা যাতা...
()
রোজের অফিস যাওয়ার পথে ভানুমতি বালিকা বিদ্যালয়ের পাশ দিয়েই যেতে হয় অনেক ভীড়ের মাঝে মনে হল একটি চেনা মুখ... মনে হলো আমার দিকে তাকাচ্ছে কিছু একটা বলতে চাইছে ... আমিই আগ বাড়িয়ে এগিয়ে গেলাম, বুকে একরাশ আশা নিয়ে বলতে যাচ্ছিলাম কিগো গুড়িয়া, কিছু বলছো... বাবা, বলার আগেই সে তো আমার পাশ কাটিয়ে আমারই পেছনে তার প্রেমিককে... তোমার জন্য আর কোনো দিন অপেক্ষা করব না, কতক্ষণ দাঁড় করিয়ে রাখলে আমাকে, স্কুলে ঢুকতে দেবে না প্রেমিক-প্রেমিকার খুনসুটি আমাকে আমার অফিসের বাস ধরার কথা মনে করিয়ে দিল, নিজেকে ভীষণ বোকা মনে হল, আমি আমার বাসের দিকে এগিয়ে গেলাম।
()
রোজকারের আসা অনেকগুলো S.M.S এর মধ্যে আজ একটা এলো মানাই এর কাছ থেকে, “gd. nt swt hrt” ..... ওহোঃ তাহলে মানাই কি আমার গুড়িয়া, মানাই, তুমি, তুমিই আমার গুড়িয়া.... !! আনন্দে মাতোয়ারা হয়ে ঘুমোবার প্রস্তুতি নেবো কি আর একটা S.M.S … “sry sir, sms ta vul kore chole geche” .. … হায়রে , সত্যিই আমি কি বোকা, বিরক্ত হয়ে এবার আমি নিজের গালেই একটা থাপ্পর কষিয়ে দিলাম
()
রোজকারের মত আজ বাড়ি ফেরার পথে, অন্ধকার গলিটার পাশ দিয়ে আসছি, কে যেন বললো, “সাবধানে যেও”..... আমিও বলে ফেললাম, ঠিক আছে গুড়িয়া... সাথে সাথেই নিজেকে শুধরে নিলাম... আরে তো মাম্পি, তার বিশেষ লোকের উদ্দেশ্যে বলা - এবার কষ্ট হলেও নিজেকে বেশ করে চিমটি কেটে দিলাম ......
()
ভাই সুমন, গুড়িয়া জন্মে নয়,পরের জন্মে হয়ত, যদিও পরের জন্ম বলে কিছু থাকে ভাইরে কল্পনার গুড়িয়া বাস্তবের মাটিতে পা দেয়নি... গুড়িয়া আমার মনের আকাশে অবাধ বিচরণ করে, তাই হয়তো সব ক্ষেত্রেই আমি তাকে অনুভব করি, কেমন যেন মনে হয় গুড়িয়া আমাকে অনুসরণ করছে আমার মানসে গুড়িয়া প্রেমিকা হয়ে আছে, যে ভালবাসার বেড়ায় আগলে রেখেছে...... রিমা তুমি ঠিকই বলেছ,... “স্যর, গুড়িয়া আপনার মানসকন্যা !!”..



রথের রশি সাহিত্য পত্রিকা, উদ্যনারায়ণপুর ২০১৫

3 comments: