Sunday, August 12, 2018

কবিতা - চিলে কোঠার ঘর


রাজকুমার ঘোষ - 

হোক না ছোট
হোক না পুরানো
তবুও আমার ভালোবাসার বেড়া দিয়ে ঘেরা,
স্বপ্নের এই চিলে কোঠার ঘর  ।।

হোক না অন্ধকার
হোক না জীর্ণ
তবুও তোমার-আমার আশার আলোয় ঘেরা, 
ভালোবাসার সাক্ষী এই চিলে কোঠার ঘর ।।

হোক না গুমোট
হোক না নিস্তব্ধ
তবুও আমাদের একরাশ স্মৃতিমধুর
সুখের সাথি এই চিলে কোঠার ঘর ।।

প্রভাতী পত্রিকা, শারদ সংখ্যা, ২০১৩, পশ্চিম মেদিনীপুর 

No comments:

Post a Comment