Monday, September 3, 2018

পরমাণু গল্প - এক চিলতে সিঁদুর


রাজকুমার ঘোষ = 

" সনাতন মুদীর মেয়ে ময়নার ঘর পালিয়ে বিয়ে, তাও মাত্র চোদ্দ বছরে" !... এই টিটকিরিটা কতবার শুনতে হয়েছে সনাতনকে তার হিসেব নেই। সনাতনের জামাই হিসেবে স্বপ্ন দেখতো সেই রাজাও অনেকবার শুনেছে রাজা ময়নাকে ভালোবাসত কিন্তু একতরফা ভালোবাসাটা ঠিক জমেনি। পাড়ার পূজোতে আমরা ষষ্টির দিন সকলে পূজোর আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় দেখি বাইরের রাস্তা দিয়ে জরাজীর্ণ চেহারার ময়নাকে মারতে মারতে সনাতন কাকা নিয়ে যাচ্ছে... “বেরিয়ে যা, মুখ একদম দেখাবি না”... আশেপাশের সবাই মজা নিচ্ছে বোঝা গেল প্রায় দু বছর পর ময়না ফিরে এসেছে.. হঠাৎ দেখি রাজা এসে ময়নার হাতটা টেনে নিল। আর পকেটে থাকা সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর ওর সিঁথিতে পড়িয়ে দিল... “দেখো সনাতনদা, আজ থেকে ময়না আমার বাড়িতেই থাকবে, কারোর কিছু বলার নেই... আশা করি গ্যারেজে কাজ করে আমরা নিজেদের সংসার ঠিক গুছিয়ে নেব। এরপরেও যদি কেউ আমার বৌ-এর সম্বন্ধে কেউ কিছু বলে তো আমি দেখে নেব”... 

প্রকাশিত - আই পোয়েট গ্রুপ, শিউলীদিনের অঞ্জলী, পুজো সংখ্যা, ২০১৫

No comments:

Post a Comment