রাজকুমার ঘোষ -
অনেক কথাই ভাবার ছিল,
ভাবেনি তো কেউ...
নিজের কথা ভাবতে গিয়েই
অশান্তির ঢেউ ।
অনেক কথাই বলার ছিল,
বলেছিস কি তোরা ?
নিজের কথা বললি বটে,
স্বার্থ নিয়েই ঘেরা ।
অনেক কথাই রাখার ছিল,
ভুললি কেন বল ?
নিজের কথা রাখতে গিয়ে,
করলি তুই অচল ।
ভাবলি তোরা এভাবেই কি,
স্তব্ধ স্বপ্ন উড়ান ...
হাল ধরার কেউ তো আছে
রাখবে
সকল মান ।
স্বপ্নের দৌড় সফল হবেই
প্রতি
পদক্ষেপে,
‘আমি’ ভুলে সব একত্রে আয়...
চলব
ধাপে ধাপে ।
প্রকাশিত - পদক্ষেপ, চুঁচুড়া, শারদ সংখ্যা, ২০১৫
No comments:
Post a Comment