রাজকুমার ঘোষ -
প্রতিদিনের মতো গলির ঐ রাস্তায় দাঁড়িয়ে থাকতাম
তোমার ফেরার অপেক্ষায়
তোমার ছন্দময় চলাতে বিভোর হয়ে ভেবেছি
এই বুঝি এলে আমার মন-মন্দিরের দ্বারে...।
দূর হতে তোমায় দেখেই ছুটে চলে গেছি
বড় রাস্তার ধারে
আমার অনেক কিছু বলা কথাগুলো ধাক্কা দিতো
তোমার চলার পথে পা বাড়িয়েও রেখেছিলাম।
কিন্তু কথা বলাও হল না একসাথে চলাও হল না ।
গলির ঐ রাস্তা বা বড় রাস্তার ধার
আজ শুধু স্মৃতিতে ঘেরা ফলক মাত্র...!
মনের গভীরের কোথাও যেন সেই ফলক
আজও উঁকি দিয়ে জানান দেয়,
সরল মনের প্রত্যাশা নিয়ে অপেক্ষাই তো করেছিলে
ষোলোয়ানা সেখানেই পূর্ণ ।
আজ ঐ গলির রাস্তা বা বড় রাস্তার ধারে কেউ তো অপেক্ষাও করে না
এখানে অনেক লোকের ভীড়
শুধুই চলে তামাশা আর
ভালোবাসার নামে দেহ বিনিময়ের নোংরা খেলা ।
আমাদের লেখা, জানুয়ারী,
বইমেলা সংখ্যা, ২০১৬
No comments:
Post a Comment