Friday, August 10, 2018

১০০ শব্দের গল্প - বাঁধন


রাজকুমার ঘোষ -

এ বাঁধন তো আমার মা বেঁধে দিয়েছিলো রে হতভাগা তুই কি করে বুঝবি – অলকেন্দুবাবুর রাগত আক্ষেপ তার ছেলের ওপর...।
অলকেন্দুবাবু সেই যখন ক্লাস সেভেনে পড়তেন তখন ওনার মা তার স্বামীকে রাজি করিয়েছিলেন এবং এই বাঁধনের জিনিস কিনেও দিয়েছিলেন। সেই জিনিসটা এখনো সাথে নিয়ে তিনি ঘোরেন। এই যে ছেলে এখন কলেজে ভর্তি হয়ে বড় বড় কথা বলছে, ওকেই তো দীর্ঘ ছয় বছর স্কুলের শুরু থেকে ছয় ক্লাস পর্যন্ত এই সাইকেলে নিয়েই আসা যাওয়া করা হয়েছে। এখন তো ভুলে যাবেই। কলেজে মেয়েদের সামনে এই লড়ঝড়ে সাইকেলটা নাকি ওর সম্মানহানি করে।
- এই সাইকেলের সাথে আমার অটুট বন্ধন, তুই বুঝবি নারে খোকা!


প্রকাশিত - কবিতা ক্লাব 

8 comments: