Wednesday, September 5, 2018

কবিতা - বাংলা, আজ...!


রাজকুমার ঘোষ - 

শূন্য নয় এ হৃদয়, পূর্ণ কি তবে ? 
বাংলায় যখন আছো, ষোলোয়ানাই হবে ।
এদিক ওদিক ঘুরছো কেন, মনটা কর স্থির
পাঁচমেশালি জগতে, বাড়াও কেন ভিড় ?
নানা রঙের ঝলকানিতে চোখ রাখাটাই দায়,
চোরাগলির মায়ার টানে, দিয়ে যাচ্ছো সায়...।
পোড়া মনে কাতর হয়ে শরীর-প্রেমের গান,
পরকিয়ায় মাতলে সবাই, বোকাবাক্সের দান ।
পাড়ার মোড়ের পূজোতে রঙীন জলের বাহার
মাইক নিয়ে সভার মাঝে মিথ্যে কথার আধার ।
প্রকাশ্যে বেহায়া হয়ে নাচছো দেখি ছন্দে...!
বাংলাও আজ নাচছে দেখি, হাজার অবাক কান্ডে ।

প্রকাশিত - আই পোয়েট গ্রুপ, শিউলীদিনের অঞ্জলী, শারদীয়া সংখ্যা, ২০১৫ 

No comments:

Post a Comment