রাজকুমার ঘোষ -
ছোট থেকেই নেপো দাদু
ভীষন মাথামোটা ।
বড় ঘরের ব্যাটা হয়েও…
স্টাইল সাদামাটা ।
লেখাপড়া না করে
দাদু হল মূর্খ …
হতাশ হয়ে দাদুর বাবা,
পেলেন ভারী দুঃখ ।
উপায় বুঝে দাদুর বাবা
কিনে দিলেন গরু,
দুধের বদলে ঘুটে বেচে
দাদুর ইনকাম শুরু … ।
কিপ্টে দাদু লুঙ্গি পরে
গোবর নিয়ে ছোটে,
কপাল গুনে ফেমাস হল
নেপো দাদুর ঘুটে ।।
প্রকাশিত - উপকন্ঠ সাহিত্য পত্রিকা, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ২০১৪
No comments:
Post a Comment