রাজকুমার ঘোষ -
জগৎটাকে চিনেছিস কত ? ... এতই তোর অহং,
জীবন নদীর মাঝে না গিয়ে, দেখাস যে কত ঢং
পাশে আছিস বলিস শুধু ... ভাবিস নিজের স্বার্থ
নিজের ঢাক নিজেই পেটাস, জানিস ?.. এ অনর্থ !
ধর্ম নিয়ে চর্চা করিস, ভাবনা যে তোর অধর্ম...
কর্ম নিয়ে ব্যস্ত দেখাস, করিস কত অপকর্ম !
অলস মাথার ব্যর্থ চিন্তা, কতই করিস ভুল,
স্বার্থের ভান্ডার শূন্য হলেই, সবাই চক্ষুশূল...
চেনা গন্ডির মধ্যে থেকে, নিজেকে যে ভাবিস মহান !
সবাই তোকে সেয়ানা বলে, বোধহয় এটাই সম্মান।
প্রকাশিত - উপকন্ঠ সাহিত্য পত্রিকা, ১ম বর্ষ, শারদ সংখ্যা, ২০১৪
জগৎটাকে চিনেছিস কত ? ... এতই তোর অহং,
জীবন নদীর মাঝে না গিয়ে, দেখাস যে কত ঢং
পাশে আছিস বলিস শুধু ... ভাবিস নিজের স্বার্থ
নিজের ঢাক নিজেই পেটাস, জানিস ?.. এ অনর্থ !
ধর্ম নিয়ে চর্চা করিস, ভাবনা যে তোর অধর্ম...
কর্ম নিয়ে ব্যস্ত দেখাস, করিস কত অপকর্ম !
অলস মাথার ব্যর্থ চিন্তা, কতই করিস ভুল,
স্বার্থের ভান্ডার শূন্য হলেই, সবাই চক্ষুশূল...
চেনা গন্ডির মধ্যে থেকে, নিজেকে যে ভাবিস মহান !
সবাই তোকে সেয়ানা বলে, বোধহয় এটাই সম্মান।
প্রকাশিত - উপকন্ঠ সাহিত্য পত্রিকা, ১ম বর্ষ, শারদ সংখ্যা, ২০১৪
প্রথম থেকেই লেখায় পোক্ত ছিলে বোঝাই যাচ্ছে
ReplyDeleteসত্যি তারিফ করার মতো লেখা ।
Deleteবলছো।
ReplyDeleteখুব ভালো হয়েছে.. দাদা আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা
ReplyDelete