Thursday, September 13, 2018

কবিতা - সবুজ-সময়



রাজকুমার ঘোষ

প্রকৃতির এই মিলনমেলায় আছে কত প্রাণ,
আকাশ বাতাস মনের সুখে করছে কত গান।
ছোট্ট থেকেই আমি আছি এই প্রকৃতির মাঝে
সদাই যেন হৃদয় মাঝে নতুন রূপে সাজে।
ফেলে আসা সেই সময়ের প্রাণচঞ্চল আবেশ,
আজও তার স্নিগ্ধ আভাস হয়নি যেন শেষ...
লাভ-ক্ষতির দ্বন্দ্বে মোরা ভুলেছি সকল সুখ,
প্রকৃতির ডাক উপেক্ষা করে সদা হাস্য মুখ।
নকল হাসির মায়ায় হেরে যায় কত প্রাণ,
স্বার্থ ভুলে অনুভূত হোক প্রকৃতির সেই টান।
শপথ নিয়ে ভাবো সবাই আর হবেনা ভুল,
সবুজই হোক প্রাণভ্রমরা - সদা সময়ের Rule.


প্রকাশিত - মোরামের সাহিত্য পত্রিকা , মে, ২০১৫

No comments:

Post a Comment