Wednesday, September 12, 2018

কবিতা (সনেট) - জীবন বৃত্ত

রাজকুমার ঘোষ -

চেনা জানার বৃত্তে ভাবি আপনজন
দুঃখে বোঝা দায় কেমনতর মন
বন্ধু থেকে আত্মীয় সবার খুব প্রিয়
স্বার্থ যদ্দিন থাকে ততদিনই শ্রেয়
যত স্নেহ ভালবাসা প্রয়োজন হলে
মিটে গেলে বেমালুম সব যায় ভুলে
অনুভবে সাথে থেকে নেই কোন দাম
নিঃস্বার্থ থাকার এটাই পরিণাম ?
ভেবে মন খারাপে সময় অপচয়
কর্তব্যে অবিচল নেইতো সংশয়
মন যেটা ভালো চায় সেখানেই জোর
কাজটা যারই হোক আপন বা পর
হৃদয় মাঝে থাকুক রাজশাহি বেশে
মন তুই যাবি অচিন পাখির দেশে ? 


প্রকাশিত - মোরামের কথা, ঝাড়গ্রাম, সেপ্টেম্বর, ২০১৫ 

No comments:

Post a Comment