Friday, September 14, 2018

কবিতা - কথার কথা


রাজকুমার ঘোষ - 
 
অনেক কথার ভিড়ে
আমার কথা কোথায় যেন হারিয়ে গেছে
খোঁজার চেষ্টা করেছি
কিন্তু পোড়খাওয়া সুবিধাবাদী মানুষের অন্তরালে অর্থহীন রয়ে গেছে ।
ওরা বলে আমার কথা নাকি বড়ই সেকেলে
মূল্যবোধের ঘেরাটোপে থাকা মূল্যহীন বুলি মাত্র
অথচ ওদের অমূল্য কথা লাউড স্পিকারে সকলের কাছে
মায়াজাল তৈরী করেছে
ওরা মোহিত হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে অনুসরণ করে চলেছে
পরিণতি সেই শূন্য !
সব শেষে আমার কথাগুলো ওদের মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছে
যা একসময় কিনা শুধু কথার কথা হয়েই ছিল ।
মোরামের সাহিত্য পত্রিকা, ২০১৭ 



প্রকাশিত - মোরামের সাহিত্য পত্রিকা, ঝাড়গ্রাম, ২০১৭

No comments:

Post a Comment