রাজকুমার ঘোষ -
ফিরে যাই বারে বারে সোনার সেই দিনে
পুকুর পাড়ে বসে আছি আমরা বন্ধু তিন-এ
মাছ ধরা, আম কুড়ানো মিলে মিশে ভাগ
খেলার মাঠে হৈ হুল্লোড় - মনের খাতায় দাগ ।
স্মৃতি মধুর সেদিনগুলো আসবেনা আর ফিরে
গ্রামের স্কুল, ক্লাসগুলো সব থাকবে জীবন ঘিরে
শিক্ষকদের কঠিন শাসন আজও শিহরণ
শিকড়ের টান পূর্ণ করে আমাদের দেহ মন।
প্রকাশিত - "রেওয়া" পত্রিকার বিপন্ন শৈশব সংখ্যা, ২০১৭
No comments:
Post a Comment