রাজকুমার ঘোষ -
ছোটা ভীম, ছোটা ভীম,
আমার বন্ধু হবে ?
টিভি থেকে বেরিয়ে এসে...
আমার বাড়ী রবে ।
লাড্ডু খেলে তুমি খুব,
হও শক্তিশালী ।
আমি বাবু দুধ-মুড়িতেই...
দারুন ক্ষমতাশালী ।
আমার মা দারুন রাঁধে
একবার এসে খাও,
দুষ্টু লোককে পেটানোর সময় ...
আরো শক্তি পাও ।
আমাদের পাড়ায় ডাকাত এলো,
ধরতে পারেনি পুলিশ...
তুমি আমার সাথী হলেই
ডাকাত হবে ফুলিশ ।
ছোটা ভীম, ছোটা ভীম,
একবার তুমি এসো...
কথা দিলাম বন্ধু হবো,
আমাকে ভালোবেসো।
প্রকাশিত - পথের আলাপ, দ্বিতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা। এপ্রিল-জুন, ২০১৪
No comments:
Post a Comment