Monday, September 17, 2018

অণুকবিতা - ঘুড়ি নিয়ে ৪


রাজকুমার ঘোষ - 


রঙবাহারী

 নানা রঙবাহারী রাশি রাশি ঘুড়ি
উড়ছে আকাশ জুড়ে মন হবে চুরি
দুই চোখ ভেসে যাবে নিলীমা আকাশে
মেজাজটা জমে যাবে ফুরফুর বাতাসে।
 
ঘুড়ির লড়াই
 আকাশ জুড়ে দেখ সবাই কত ঘুড়ির মেলা...
জমে ওঠে চাঁদু-যদুর কাটাকাটির খেলা...
ও বাড়ির বিনু ঠাম্মা লাঠাই হাতে ধরে...
তা দেখে নেপোদাদুর গেলো প্রাণ ভরে ...।

 ঘুড়ির মতো
 ঘুড়ির মতো হতাম যদি আকাশ পেতাম হাতে
মুক্ত হয়ে উড়ে যেতাম পাখির দলের সাথে
আমার হাতে লাগাম হত নেই কোন বাধা ভয়
মিথ্যা শাসন এড়িয়ে গিয়ে করতাম শুধু জয় ... ।


ঘুড়ি বন্ধু
 আমার অনেক ঘুড়ি আছে বন্ধুর মতো
ওড়াই লাঠাই হাতে, ওদের নিয়ে কতো
অন্য ঘুড়ি কেটে দিয়ে দেয় বেশ সাজা
ভোকাট্টা চিৎকারে আমি করি মজা

2 comments: