পাঁচ-এ পঞ্চবাণ- ৫
কাশফুল
রাজকুমার ঘোষ ~ ৩০.৮.২২
ভোরের সূর্যের মৃদু আলোর পরশে
বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মধুর হরষে
জানান দিয়েছে মাগো তোমার আগমন
কাশফুলের বাহারে আনন্দে মাতে মন।
শুভ হোক প্রকৃতির নতুন বরষে।
-------------------------
পাঁচে পঞ্চবাণ--১
বৃষ্টির ছাঁট
রাজকুমার ঘোষ ~ ২৩.৮.২০২২
মন জুড়ানো এলোমেলো বৃষ্টির ছাঁট
স্মৃতির উৎস মধুর মিলনের সাথ
চাওয়া পাওয়ার হিসেব ক্ষুদ্র অতি
জীবনের চলাতে হবে তো গতি
বৃষ্টির ধারাপাতে দৃঢ় বাঁধা দু'হাত...
-------------------------------
পাঁচে পঞ্চবাণ-২
কথার ধার
রাজকুমার ঘোষ ~ ২৩.৮.২০২২
কিছু কথার আবহে কষ্টের আধার
বক্তার বলাতে রয়েছে ছুরির ধার
ক্ষতবিক্ষত মন যায় নাতো দেখা
অদৃশ্য রক্তপাত যেন গোপন লেখা
হৃদয়ের খাতায় অজস্র শব্দের বাহার
-------------------------------------------
পাঁচ-এ পঞ্চবাণ-৩
সামাজিক নয়
রাজকুমার ঘোষ
হিসাবের খাতায় পাবেনা কোনো খোঁজ
মোচ্ছব ফুর্তি সাথে অফুরান মহাভোজ
প্রতিদিনের জীবন যুদ্ধে ব্যতিব্যস্ত মন
স্রোতের প্রতিকূলে সামাজিক হবে কখন?
কঠিন সংগ্রাম করে লড়ছে হররোজ।।
-------------------------------
পাঁচ-এ পঞ্চবাণ-৪
প্রেমপত্র
রাজকুমার ঘোষ ~ ২৫.৮.২২
চোখটি তুলে তাকে প্রথমবারের দেখা
মনের কোণে ভালোলাগার রঙিন রেখা
উতলা হয়ে ওঠে ব্যকুল হৃদয়
কিভাবে জানাবে তাকে? মনে সংশয়
অবশেষে প্রেমপত্র, প্রথম হল লেখা।
---------------------------
No comments:
Post a Comment