Tuesday, August 23, 2022
আমার আমি - (২য় ভাগ)
- রাজকুমার ঘোষ - ৬.৮.২০২২
জীবনে চলার ক্ষেত্রে আমার আমিকে নিয়ে বেশ শঙ্কিত ছিলাম। সেই ছোট্ট থেকে শুরু হয়েছে জার্ণি। আমি নিজেকে কিভাবে সবার কাছে নিবেদন করব। ছোট্ট বেলায় না হয় মা, বাবা ও বাড়ির বড়দের কোলে ঘুরে বেড়াতাম। আমি জানতাম না আমি কেমন। পরে অনেকেই অনেক গল্প করেছেন। কিন্তু তাও... নিজের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়নি। আজ যখন আমি 'আমার আমি'কে নিয়ে লিখতে বসেছি, মনের মাঝে কত যে কথা চলে আসছে তা বলাই বাহুল্য। ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত মা আমার আমিত্বকে নিশ্চয়ই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শুধু মা নয় বাবাও বলেছিলেন, প্রথম দিন, "বাবা যদি বাথরুমে যেতে ইচ্ছে করে। স্কুলের দিদিমনিদের বলিস, তা নাহলে মুশকিল হয়ে যাবে" ... কিন্তু যা হয় আমার আমিত্ব আটকেছিল ব্যাপারটা হজম করতে। কাজেই... আমার পরণে থাকা প্যান্টের দফারফা। বাড়িতে এসে মা'এর প্রচণ্ড চিৎকার আমার আমিত্বকে জাগাতে পারেনি।
পরবর্তীকালে কিভাবে যে রূপম, মলয়, বিপ্লব ও আরও অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেল। এবং বেশ মনে আছে আমার আমিত্ব এতটাই শক্তিশালী যে আমি স্কুলে না গেলে তারা বাড়ি চলে আসত। খোঁজ নিয়ে আসত। আমার আমি বড়ই বন্ধু বৎসল ছিল সেই ছোট্ট থেকে।
প্রাইমারী স্কুলের গণ্ডি পেরিয়ে গেলেও আমি যোগাযোগ রেখেছিলাম তাদের সাথে। কিন্তু সময়ের স্রোতে সবাই যে যার আমিত্বে ডুবে গেছে। মনে আর কেউ রাখেনি। আমি আমার আমিকে নিয়ে পরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের বন্ধুদের সাথে মিলেমিশে নতুন আমিত্বে প্রবেশ করলাম। প্রিয় বন্ধু রাজা সেই ছোট্ট বেলায় ক্লাস ফাইভ থেকে আজও আমার সাথে সমানভাবে পাশে আছে। দুজনের আমিত্বে তৈরি হয়েছে শক্তিশালী বন্ডিং। আজ আমার পড়ালেখা, এবং আমাদের গড়ে তোলা পত্রিকার কাজকর্মে সবচেয়ে বেশীভাবে সমর্থন ও সাহস যোগান দেয় বন্ধু রাজা। অনেক অনেক ছাত্রের গুণমুগ্ধ স্যার রাজা (সৌরভ মুখার্জি) আজকের এই যান্ত্রিক, ভদ্র মুখোশের আড়ালে থাকা মানুষদের সমাজেও একজন সত্যিকারের সবুজ হৃদয় মানুষ। যার স্পর্শে থাকলে আমার আমিত্ব সক্রিয় হয়ে ওঠে। বন্ধু তুই ভালো থাকিস। বাকি জীবনেও তোর আমি আর আমার আমিতে মিলেমিশে থাকতে পারি।
তাই পরের পর্বে যাবার আগে আমি আমার বন্ধুকে নিয়ে লেখা একটি পুরোনো কবিতা দিলাম...
বন্ধু
ছোট বেলার সাথী তুই, ভুলিনি তোর কথা...
মান অভিমান দূরেই থাকুক, সেটাই মূল কথা
বন্ধু তোর কাছে গেলেই, ভুলে যাই সব ব্যথা
টানা পোড়েন, বাক বিতন্ডা রেখেছি সব দূরে
ছোট থেকেই বন্ধু তুই আছিস হৃদয় জুড়ে
ছোট বেলার সাথী তুই, ভুলিনি তোর কথা...
ভাবনার ব্যাপার নেইকো কিছু বন্ধুদেরই মাঝে
পেশা নেশা যাদের সাথে তাদের কাছেই সাজে
হঠাৎ কোনো দমকা হাওয়ায় যাবেনা তো রুখে
যেথাই থাকিস বন্ধু তুই, থাকিস পরম সুখে।
ছোট বেলার সাথী তুই, ভুলিনি তোর কথা...
মনের মাঝে নয়কো দ্বিধা, থাকবে না কোনো দ্বন্দ্ব
ছোট থেকেই জানি তোকে, ভাবিনি কখনো মন্দ।
এবার যদি আসে কোনো অবাঞ্ছিত অশান্তি
মাথা পেতে নেবো দায়, যতই আসুক ক্লান্তি
ছোট বেলার সাথী রে তুই, ভুলিনি তোর কথা...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment