Wednesday, October 3, 2018

কবিতা - মাগো, তুমিই...


রাজকুমার ঘোষ -

সূর্যের প্রথম কিরণ পেয়েছি তোমার জন্য
মমতার বাঁধনেতে বাকি মায়াই নগণ্য ।
এ ভূবণের শক্ত মঞ্চে কত জটিল তত্ত্ব
তোমার স্নেহে খুঁজে নিচ্ছি সকল কঠিন সত্য ।
বারংবার সম্মুখে আসে অজানা কত বিপদ
তোমার হাত মাথায় রেখে থাকবোই নিরাপদ ।
বাধা বিপত্তি সরিয়ে সফল জীবন-ধারণ
মাগো, কষ্ট সহে তুমিই দাও শান্তির বাতাবরণ ।
প্রকাশিত - 'অনন্যা' পত্রিকা, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই ২০১৬ 

No comments:

Post a Comment