Saturday, October 13, 2018

কবিতা - মায়ের পুজো


রাজকুমার ঘোষ-

বছর ঘুরে এলো আবার
খুশির মহোৎসব
মহালয়ার মিষ্টি সুরে
আগমনির কলরব... 

পাড়ায় পাড়ায় মঞ্চ গড়ে  
মাতৃপুজোর ধুম  
প্রতিযোগিতায় টেক্কা দিতে
চলেই গেছে ঘুম ।

মা থাকেন বৃদ্ধাশ্রমে
নেইকো কোন খোঁজ...  
লোকদেখানি পুজোর মাঝে
চলছে মহাভোজ  

পুজোর এই চারদিনে  
উতলে ওঠে মন,  
পাওনা গণ্ডার আরাধনায়
মত্ত জনগণ ...!

ভক্তিভরে মাকে জানায়
শুধুই দিয়ে যাও...  
সমাজ সংসার রসাতলে
খেয়াল নেই তাও !

নগ্ন করে মাকে পেটায়,
এইতো মায়ের পূজা 
চেতনা তুমি কবে দেবে,
ওগো মা দশভূজা ... ?     

প্রকাশিত - কবিতা ক্লাব 

No comments:

Post a Comment