রাজকুমার ঘোষ -
জানিনা এর শেষ কোথায় ?
অশান্ত এই মন কি যেন চায়...!
তার চাওয়া-পাওয়ার পরিধীটা,
সে অনুমান করেছে,
কিন্তু নির্ধারণ করতে গিয়ে দিশেহারা হয়ে গেছে !
তবে কি এ’ ভাবেই ......
মঞ্চে তামাশা দেখাবার লোকের ভীড়
অচেনাএকজন এসে মিষ্টি সুরে বলল, ‘আমি তো আছি ?’
পরক্ষণেই,
আর একজন এসে তার হাতে অনেক কিছু দিয়ে বলল, ‘খেটে খা ...’
বড়ই বিচিত্র এই রঙ্গমঞ্চ !
জানিনা এই রঙ্গে কি হবে মোহভঙ্গ ?
নাকি সবার অলক্ষ্যে থাকা,
না জানা কোনো শুরুর সঙ্গ ... !
প্রকাশিত - মোরামের সাহিত্য পত্রিকা, ফেব্রুয়ারী, ২০১৫
জানিনা এর শেষ কোথায় ?
অশান্ত এই মন কি যেন চায়...!
তার চাওয়া-পাওয়ার পরিধীটা,
সে অনুমান করেছে,
কিন্তু নির্ধারণ করতে গিয়ে দিশেহারা হয়ে গেছে !
তবে কি এ’ ভাবেই ......
মঞ্চে তামাশা দেখাবার লোকের ভীড়
অচেনাএকজন এসে মিষ্টি সুরে বলল, ‘আমি তো আছি ?’
পরক্ষণেই,
আর একজন এসে তার হাতে অনেক কিছু দিয়ে বলল, ‘খেটে খা ...’
বড়ই বিচিত্র এই রঙ্গমঞ্চ !
জানিনা এই রঙ্গে কি হবে মোহভঙ্গ ?
নাকি সবার অলক্ষ্যে থাকা,
না জানা কোনো শুরুর সঙ্গ ... !
প্রকাশিত - মোরামের সাহিত্য পত্রিকা, ফেব্রুয়ারী, ২০১৫
No comments:
Post a Comment