Sunday, October 7, 2018

কবিতা - সাথী হারা

রাজকুমার ঘোষ -

বন্ধু,
শৈশবে তোর খেলার সাথী...
খেলেছি অনেক খেলা, ঘুরেছি কত মেলা
অনেক ‘না খেলা’ জিনিসেও মন মাতাল হয়ে খেলেছি...
বড়রা দিতো বাধা, রাগও হত তাদের ওপর...
তোকে অন্ধের মত সমর্থনে তারাও অখুশী হয়েছে, তাও দেখেছি !!

কৈশোরে অনেক ‘না দেখা’ জিনিসের সাথী...
অনিচ্ছা সত্ত্বেও তোকে সমর্থন করেছি...
অনেক ‘না ভাবা’র মাঝেও তোকে নিয়ে ভেবেছি...

কিন্তু আজ,
চেতনাকে জাগিয়েছি...
অস্তিত্ত্বকে খুঁজে পেয়েছি ।
ভাবলাম বয়সের ভারে তুইও নিজেকে গুছিয়ে নিয়েছিস...
কিন্তু, তিন ‘ম’ এর নেশায়, তুই হলি বাঁধন ছাড়া ।
বন্ধু, আমি যে হয়ে গেলাম সাথী হারা !!

No comments:

Post a Comment