রাজকুমার ঘোষ -
ভাই রে... তুই নাকি ছবি তুলিস ?
আকাশের ছবি ?
তোর ছবির নীলিমাতে অসংখ্য ছোপ ছোপ আঁকিবুকি ।
খেয়াল করিসনি বোধ হয়... !
‘না’-এ আবৃত মন দিয়ে বিরাটকে চিনবি কেমন করে ?
ভাইরে একটু মাটিতে তাকা...
দেখবি কি যেন একটা বোধ আসবে... বিবেকের বোধ !
তারপর না হয় নীলিমায় ভেসে যাস... ।
হে বন্ধু, তুমি নাকি কবিতা লেখ ?
সত্য ও সচেতনতার কবিতা ?
ভাষার কাঠিন্য আছে, কিন্তু কি যেন আলগা লাগে ।
ওহে, সকলের সাথেই না হয় নিজের ঢাকটা পেটাও
দেখবে তার মজাই আলাদা... ।
কোথায় ছড়িয়ে পড়বে আমি থেকে আমাদের মিলিত বিজয়যাত্রা...
তখন দেখবে, তোমার আমিও উদ্ভাসিত হয়ে উঠবে ।
প্রকাশিত - পদক্ষেপ পত্রিকা, আধুনিক কবিতা সংখ্যা, ২০১৫
ভাই রে... তুই নাকি ছবি তুলিস ?
আকাশের ছবি ?
তোর ছবির নীলিমাতে অসংখ্য ছোপ ছোপ আঁকিবুকি ।
খেয়াল করিসনি বোধ হয়... !
‘না’-এ আবৃত মন দিয়ে বিরাটকে চিনবি কেমন করে ?
ভাইরে একটু মাটিতে তাকা...
দেখবি কি যেন একটা বোধ আসবে... বিবেকের বোধ !
তারপর না হয় নীলিমায় ভেসে যাস... ।
হে বন্ধু, তুমি নাকি কবিতা লেখ ?
সত্য ও সচেতনতার কবিতা ?
ভাষার কাঠিন্য আছে, কিন্তু কি যেন আলগা লাগে ।
ওহে, সকলের সাথেই না হয় নিজের ঢাকটা পেটাও
দেখবে তার মজাই আলাদা... ।
কোথায় ছড়িয়ে পড়বে আমি থেকে আমাদের মিলিত বিজয়যাত্রা...
তখন দেখবে, তোমার আমিও উদ্ভাসিত হয়ে উঠবে ।
প্রকাশিত - পদক্ষেপ পত্রিকা, আধুনিক কবিতা সংখ্যা, ২০১৫
No comments:
Post a Comment