নেপোদাদুর নাভিশ্বাস
লকডাউনের মাঝে
ঘরেতে আজ বন্দী সে যে
নেইকো কোনো কাজে
নেপোঠাম্মার মুখঝামটা
প্রতিদিনের রুটিন
হয়না সাধের দারু-আড্ডা
ঘোরতর দুর্দিন
প্রাণের বন্ধু পানুখুড়ো
বিজনেস ট্যুর শেষে
লকডাউনের ফস্কাগেরোয়
পুরি’তে গেছে ফেঁসে
করোনা ভয়ে ধুঁকছে দেশ
নেপোদাদু অসহায়
জোশ হারিয়ে ঘরের মধ্যে
কে হবে তার সহায়?
No comments:
Post a Comment