Sunday, May 24, 2020

কবিতা - ভাষার লড়াই

রাজকুমার ঘোষ -

অস্তিত্বের সংকট; চলেছে লড়াই 
মৃত্যু বরণ করেছে কত তাজা প্রাণ 
মা'র কোল খালি করে শহীদ সন্তান 
সংগ্রামী সে লড়াই ইতিহাসে ঠাঁই। 

বাংলার পাশে ছিলো অসমিয়া ভাই 
বিভেদের জাঁতাকলে ভাষার সম্মান 
বিদ্রোহের আগুনে যা ছোঁড়ে মৃত্যুবাণ
বাংলা ভাষার তরে করি যে বড়াই। 

প্রাণ দিয়ে মান রাখে বাংলার মুখ 
হৃদয়ের মাঝে থাকে বাংলার ভাষা 
সৃষ্টির আনন্দে বাঁচে সকলের আশা। 
 
ভাষার ঐতিহ্য রক্ষা যেন সর্বসুখ
আগামীর প্রতিশ্রুতি মনে বাঁধে বাসা 
বিবাদের শেষ হোক; ভাষার সম্মুখ।

প্রকাশিতঃঃ- পদক্ষেপ পত্রিকা ( চুঁচুড়া)'২০১৯ এর এই সংখ্যার বিষয়ভাবনা ছিল— অমর ১৯। 

No comments:

Post a Comment