রাজকুমার ঘোষ -
সগৌরবে বলে দেশ আমার মহান
নজর তার শুধুই একমাত্র গদি
ক্ষমতার লোভে ভাবে হাতে আসে যদি
অন্ধ সেজে ব্রাত্য থাকে সেনাদের জান
সীমান্তের যুদ্ধে যারা বাঁচায় সম্মান
ঠান্ডা ঘরের আবদ্ধে বেশ আছো বন্দি
হাজার যত বাহানা মনে কত ফন্দি
মাতৃভূমির স্বার্থতে হয়ে থাকে ম্লান।।
প্রতিবেশী দেশ শুধু করে আস্ফালন
সন্ত্রাস চালিয়ে যায়; সেনাদের রক্ত
উপত্যকা শুনশান; ভীত জনগণ
তবুও সে থাকে চুপ নেই কোনো মন
ক্ষমতা পেতেই হবে করেছে যে পণ
লোক দেখানো অশ্রুতে গদি করে শক্ত।।
সগৌরবে বলে দেশ আমার মহান
নজর তার শুধুই একমাত্র গদি
ক্ষমতার লোভে ভাবে হাতে আসে যদি
অন্ধ সেজে ব্রাত্য থাকে সেনাদের জান
সীমান্তের যুদ্ধে যারা বাঁচায় সম্মান
ঠান্ডা ঘরের আবদ্ধে বেশ আছো বন্দি
হাজার যত বাহানা মনে কত ফন্দি
মাতৃভূমির স্বার্থতে হয়ে থাকে ম্লান।।
প্রতিবেশী দেশ শুধু করে আস্ফালন
সন্ত্রাস চালিয়ে যায়; সেনাদের রক্ত
উপত্যকা শুনশান; ভীত জনগণ
তবুও সে থাকে চুপ নেই কোনো মন
ক্ষমতা পেতেই হবে করেছে যে পণ
লোক দেখানো অশ্রুতে গদি করে শক্ত।।
প্রকাশিত - বিবস্বান, বৈশাখী সংখ্যা, মে, ২০১৯
No comments:
Post a Comment