Monday, November 26, 2018

কবিতা - দাদার কবিতা


রাজকুমার ঘোষ -

আমার দাদা দারুণ রাগী…
ব্যস্ত ভীষণ কাজে ।
অবসরে কবিতা লেখেন,
বকেনা আজে বাজে ।

দাদা ভীষণ ধর্মভীরু,
ঠাকুর-দেবতা মানেন ।
তারই প্রভাব কবিতা মাঝে …
প্রায়ই টেনে আনেন ।

আমার দাদা অতি কট্টর
প্রেমের পূজারী নন ।
কাম্ নিয়ে তবুও লেখেন
প্রেমকে বিসর্জন ।

প্রথম দিকে দাদার লেখার…
আমি ছিলাম আসক্ত ।
দাদা এখন নামী কবি,
কিন্তু, কবিতা বোঝা শক্ত ।


রামধনু সাহিত্য পত্রিকা, বাঁকুড়া, ২০১৩ সাল 

No comments:

Post a Comment