চরম ধমক
রাজকুমার ঘোষ # ২২.০৫.২২
রাজনীতির ছত্রছায়া, মাথায় ছিল পোকা,
নেতা হতেই হম্বিতম্বি, সুযোগ বুঝে ধোঁকা !
পা এর তলায় কাটিয়ে জীবন
বুলিতে বোঝাতো মূল্যবান
নিজের আখের গুছিয়েছে বটে,
পরিশেষে, সেই শূন্যস্থান।
হায়রে কপাল সুবিধাবাদি, এতো পেয়েও কান্না!
সাধারণের চোখের জলে ভোগবিলাসের রান্না
ঘুষের টাকা পকেটে ভরে
আওড়ায় নীতি কথা৷
যোগ্য যে জন হতাশ হয়ে
খোঁজেন নিজের সত্তা।
মিশেল তবে ভণ্ড নেতা, দেখাল বটে চমক!
অপেক্ষার অবসান যে, জুটল চরম ধমক।
No comments:
Post a Comment