Saturday, April 6, 2019

কবিতা - মোহিনী কথা


রাজকুমার ঘোষ -

অন্ধকার ঐ গলিতে মোহিনীরা
                             লাস্যময়ী হয়ে
প্রতিদিন কত রূপে দাঁড়িয়ে থাকে !        
কামুকদের লোভাতুর চাহনি
                             স্পর্শ করে যায় ।    
 কয়েক বসন্ত পেরিয়ে আবার
কোনো এক মোহিনী আজ
                           পরিপূর্ণা নারী
অজানা নেশায় মত্ত হয়ে
ঘর-বাড়ি-পরিবার ভুলে যায় ।           
সন্তানের ‘মা’ ডাক বারেবারে
                        উপেক্ষা করে
সে তার মাতৃত্বকে অস্বীকার
                             করে যায় !      
শরীরি চাহিদার নিবৃত্তে বিলিয়ে
                      দেয় তার সতীত্ব ।। 
সবার মাঝে চলার পথে
ভান করে কতই না মানে
                            রীতি-নীতি...!  
চেনা গন্ডির বাইরে বেরিয়েই 
মোহিনীর প্রবৃত্তি প্রকটিত হয়।   

চারিদিকে নারী-স্বাধীনতার বুলি,
সম্মানের মিথ্যে বড়াই,
তবুও কলঙ্কের বোঝা নিয়ে
কিছু মোহিনীরা আজও সমাজচ্যুত!!

প্রকাশিতঃ সবুজ কথা, ডিসেম্বর, ২০১৮


এই গদ্য কবিতাটিকে একটি অন্য ফর্মাটে নিয়ে এলাম। 

মোহিনী কথা
রাজকুমার ঘোষ # ৭.৪.২০১৯


অন্ধকারের গলিতে দাঁড়িয়ে কত মোহিনী!
রূপের ঝলক, গতর নিয়ে লাস্যময়ী হয়ে
নিয়ম করে প্রতিদিনে সাথে নেয় সঙ্গিনী। 


রূপের যত ঝলকানীতে বাবুরা যান বহে
কামুক মন লুব্ধ চাউনি স্পর্শ করে শরীর
পেটের খিদে মিটবে বটে সবকিছু যে সহে 


কোনো এক মোহিনী আজ হয়েছে অস্থির
কয়েক বসন্ত পেরিয়ে সে পরিপূর্ণা নারী
অজানা নেশায় মত্ত, বাবুরা বাড়ায় ভীড়। 


ঘর-পরিবার ভুলে সে দিয়েছে যে পারি
উপেক্ষা করেছে সে সন্তানের ‘মা’ ডাক
মাতৃত্বকে অস্বীকার এ কেমন দেখনদারী! 


শরীরি চাহিদা মেটে সতীত্ব চুলোয় যাক
সখ-আহ্লাদ পূরণ হয়ে আসবে টাকার থোক
সংসার আজ রসাতলে, তবুও সে নির্বাক। 


সবার মাঝে চলার পথে নামিয়ে রাখে চোখ
লোক সমাজে ভান করে কতই না মানে নীতি।
চেনা গন্ডির বাইরে গিয়ে বাড়ায় নিজের ঝোঁক। 


নারী-স্বাধীনতার মিথ্যে বড়াই, ঠুনকো যত রীতি
কিছু মোহিনী আজও বইছে কলঙ্কিত তার স্মৃতি।

No comments:

Post a Comment