রাজকুমার ঘোষ -
একের মধ্যে তোমার ভিন্ন রূপ ... তুমি নারী
প্রতিদিনের মত আজও তুমি উজ্জ্বল...
শুধুই কি এই বিশেষ দিন, যেখানে তোমার মাহাত্ম্য সারাবিশ্বজুড়ে
কেন নয় প্রতিদিনের এই জীবনযুদ্ধে?
তুমি তো জানোই তোমার এই ভিন্ন রূপ...
কখনো তুমি স্নেহময়ী মা,
হাজারও সমস্যা ঘাড়ে চাপিয়ে দিয়ে
যাঁর কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় ।
কখনো তুমি বোন বা দিদি,
যাদের বলা কথাগুলো উহ্য রেখে
নিজের মনের কথা উন্মুক্ত ভাবে বলা যায় ।
কখনো তুমি স্ত্রী,
যার আশা-আকাঙ্খাগুলো আড়াল করে,
যাকে নিজের জীবনের অর্ধেক অংশ নিবেদন করা যায় ।
কখনো তুমি প্রেমিকা,
যাকে না বলেও ভালোবাসার হাত ধরে দূর-দূরান্তে ছুটে চলে যাওয়া যায় ।।
শুধুমাত্র এই বিশেষ দিনে নয় তুমিই তো প্রতিদিনের সংগ্রামী নারী .......
No comments:
Post a Comment