Friday, March 15, 2019

কবিতা- মনের ক্যানভাসে


রাজকুমার ঘোষ -

তখন
মানবতার মিলনমেলায় বুকভরা ছিল শান্তি...
কত জাতির শৌর্যে ছিলনা মনে ক্লান্তি
মিলনসুরের আবহে হৃদয় নাচতো আনন্দে
সর্বজনের ধর্মে কর্মে শরীর ছিল ছন্দে ।

কিন্তু
কীভাবে আমার বুক দাপিয়ে আজ চলছে রক্তলীলা
কীভাবে আমার মন নিয়ে আজ করছে ছেলেখেলা
কীভাবে আমার হৃদয় মাঝে আজ হচ্ছে ছারখার
কীভাবে আমার শরীর আজ হাজার ক্ষতের বাহার !

কে জানে
কার অভিশাপে আমার এ বুক হয়েছে রক্তে লাল
কার অভিযোগে আমার এ মন ভয়েতেই নাজেহাল
কার অবিচারে আমার এ হৃদয় ভেঙ্গে চুরমার...
কার অভিপ্রায়ে আমার এ শরীর কলঙ্কের আধার !

অনুরোধ
জন্ম নিলি আমার ঘরে করিসনিকো তার ছেদ
মাতৃমনের ভাবনা নিয়ে কেন এই ভেদাভেদ
হৃদয়জুড়ে খুশি নিয়ে ভুলে যাস নিজের স্বার্থ
মায়ের ডাকে সাড়া দিলেই বুঝবি সবই নিরর্থ ।


প্রকাশিত - সবুজ কথা পত্রিকা, ডিসেম্বর, ২০১৫ 

Thursday, March 7, 2019

নারী


রাজকুমার ঘোষ -

একের মধ্যে তোমার ভিন্ন রূপ ... তুমি নারী
প্রতিদিনের মত আজও তুমি উজ্জ্বল...
শুধুই কি এই বিশেষ দিন, যেখানে তোমার মাহাত্ম্য সারাবিশ্বজুড়ে
কেন নয় প্রতিদিনের এই জীবনযুদ্ধে? 
তুমি তো জানোই তোমার এই ভিন্ন রূপ...
কখনো তুমি স্নেহময়ী মা,
হাজারও সমস্যা ঘাড়ে চাপিয়ে দিয়ে
যাঁর কোলে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় ।
কখনো তুমি বোন বা দিদি,
যাদের বলা কথাগুলো উহ্য রেখে
নিজের মনের কথা উন্মুক্ত ভাবে বলা যায় ।
কখনো তুমি স্ত্রী,
যার আশা-আকাঙ্খাগুলো আড়াল করে,   
যাকে নিজের জীবনের অর্ধেক অংশ নিবেদন করা যায় ।
কখনো তুমি প্রেমিকা,
যাকে না বলেও ভালোবাসার হাত ধরে দূর-দূরান্তে ছুটে চলে যাওয়া যায় ।।

শুধুমাত্র এই বিশেষ দিনে নয় তুমিই তো প্রতিদিনের সংগ্রামী নারী .......