রাজকুমার ঘোষ -
তখন
মানবতার মিলনমেলায় বুকভরা ছিল শান্তি...
কত জাতির শৌর্যে ছিলনা মনে ক্লান্তি
মিলনসুরের আবহে হৃদয় নাচতো আনন্দে
সর্বজনের ধর্মে কর্মে শরীর ছিল ছন্দে ।
কিন্তু
কীভাবে আমার বুক দাপিয়ে আজ চলছে রক্তলীলা
কীভাবে আমার মন নিয়ে আজ করছে ছেলেখেলা
কীভাবে আমার হৃদয় মাঝে আজ হচ্ছে ছারখার
কীভাবে আমার শরীর আজ হাজার ক্ষতের বাহার !
কে জানে
কার অভিশাপে আমার এ বুক হয়েছে রক্তে লাল
কার অভিযোগে আমার এ মন ভয়েতেই নাজেহাল
কার অবিচারে আমার এ হৃদয় ভেঙ্গে চুরমার...
কার অভিপ্রায়ে আমার এ শরীর কলঙ্কের আধার !
অনুরোধ
জন্ম নিলি আমার ঘরে করিসনিকো তার ছেদ
মাতৃমনের ভাবনা নিয়ে কেন এই ভেদাভেদ
হৃদয়জুড়ে খুশি নিয়ে ভুলে যাস নিজের স্বার্থ
মায়ের ডাকে সাড়া দিলেই বুঝবি সবই নিরর্থ ।
প্রকাশিত - সবুজ কথা পত্রিকা, ডিসেম্বর, ২০১৫
তখন
মানবতার মিলনমেলায় বুকভরা ছিল শান্তি...
কত জাতির শৌর্যে ছিলনা মনে ক্লান্তি
মিলনসুরের আবহে হৃদয় নাচতো আনন্দে
সর্বজনের ধর্মে কর্মে শরীর ছিল ছন্দে ।
কিন্তু
কীভাবে আমার বুক দাপিয়ে আজ চলছে রক্তলীলা
কীভাবে আমার মন নিয়ে আজ করছে ছেলেখেলা
কীভাবে আমার হৃদয় মাঝে আজ হচ্ছে ছারখার
কীভাবে আমার শরীর আজ হাজার ক্ষতের বাহার !
কে জানে
কার অভিশাপে আমার এ বুক হয়েছে রক্তে লাল
কার অভিযোগে আমার এ মন ভয়েতেই নাজেহাল
কার অবিচারে আমার এ হৃদয় ভেঙ্গে চুরমার...
কার অভিপ্রায়ে আমার এ শরীর কলঙ্কের আধার !
অনুরোধ
জন্ম নিলি আমার ঘরে করিসনিকো তার ছেদ
মাতৃমনের ভাবনা নিয়ে কেন এই ভেদাভেদ
হৃদয়জুড়ে খুশি নিয়ে ভুলে যাস নিজের স্বার্থ
মায়ের ডাকে সাড়া দিলেই বুঝবি সবই নিরর্থ ।
প্রকাশিত - সবুজ কথা পত্রিকা, ডিসেম্বর, ২০১৫